Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

দক্ষিণ সুরমা উপজেলা ০৫/১২/২০০৫  খ্রি: তারিখে ০৯টি ইউনিয়ন পরিষদ ও সিলেট সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড (২৭, ২৮ ও ২৯ নং) নিয়ে গঠিত হয় ।পরবর্তী ২০১১ সালে ১০ নং কামাল বাজার ইউনিয়ন গঠিত হয়। স্থাপনকালীন সময়ে কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলায়  উপজেলা শিক্ষা অফিসার জনাব বায়েজিদ খান, ০২ জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ০১ জন উচ্চমান অফিস সহকারী, একজন এম.এল.এস.এস নিয়ে অস্থায়ীভাবে উপজেলা শিক্ষা অফিসের কার্যক্রম শুরু হয় । পরে ২০০৭ খ্রি:এ দক্ষিণ সুরমা উপজেলা সদর দপ্তর এর স্থায়ী কমপ্লেক্স (নৈখাই, ডাকঘর: খালোমুখ বাজার, দক্ষিণসুরমা, সিলেট) নির্মিত হলে উপজেলা শিক্ষা অফিস, দক্ষিণ সুরমা, সিলেট এর কার্যালয় কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলা সদর দপ্তরের ৩য় তলার ৩০৯ থেকে ৩১২ মোট ০৪টি কক্ষে  স্থানান্তর করা হয়। বর্তমানে উপজেলা শিক্ষা অফিস, দক্ষিণ সুরমা, সিলেট এর আওতায় ০২ টি মেট্রোপলিটন থানা, ১০ টি ইউনিয়ন পরিষদ ও সিলেট সিটি কর্পোরেশনের ০৩ টি ওয়ার্ড (২৭, ২৮ ও ২৯ নং) রয়েছে।              

ছবি